সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
তালা উপজেলার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বিদ্যাপীঠ চত্বরে অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার সকালে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন।
শিক্ষক স্বদেশ কুমার মল্লিকের পরিচালনায় অনুষ্ঠানে স্কুলের বিভিন্ন ক্লাসের শিক্ষার্থী, বিদায়ী ছাত্র-ছাত্রী ছাড়াও বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, সহকারী শিক্ষক স্বদেশ কুমার মল্লিক, আশুতোষ কুমার ঘোষ, প্রণব কুমার সাধু, মাওলানা শহিদুল ইসলাম, উজ্জ্বল চন্দ্র সরকার, মোঃ শহীদুল ইসলাম, রহিমা খাতুন, মানছুরা খাতুন, পলাশ কুমার মন্ডল, জেসমিন খাতুন, আব্দুল আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।