November 27, 2024
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্টশীর্ষ সংবাদ

সবুজ বাংলাদেশ গড়তে গাছ লাগানোর কোন বিকল্প নেই : সেখ জুয়েল এমপি

খবর বিজ্ঞপ্তি
খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, সবুজ বাংলাদেশ গড়তে হলে গাছ লাগানোর কোন বিকল্প নেই। প্রতিটি বাড়ির আঙ্গিনা, বাড়ির ছাদে বা টপে ফলজ গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। এতে করে একদিকে যেমন ফলের চাহিদা রক্ষা পাবে অপরদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। এভাবে সবুজ বিপ্লব ঘটিয়ে দেশকে গ্রীণ হাউজ এ্যাফেক্টকে প্রতিরোধ করতে হবে।
মঙ্গলবার দুপুর ১২টায় খুলনা সদর ও সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে শহীদ হাদিস পার্কে গাছ বিতরণপূর্ব অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ভার্চ্যুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, শ্যামল সিংহ রায়, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, হালিমা ইসলাম, শেখ ফারুক হাসান হিটলু, শেখ সৈয়দ আলী, একেএম সানাউল্লাহ নান্নু, মনিরুল ইসলাম বাশার, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, এস এম আকিল উদ্দিন, মো. সফিকুর রহমান পলাশ, এস এম আসাদুজ্জামান রাসেল।
এসময় শেখ আবিদ হোসেন, বাদল সরদার বাবুল, ফয়েজুল ইসলাম টিটো, চ. ম. মুজিবর রহমান, ফেরদৌস হোসেন লাবু, শেখ জাহিদ হোসেন, মো. জাকির হোসেন, মো. আযম খান, এমরানুল হক বাবু, মো. আউয়াল হোসেন ছোটন, এ্যাড. শামীম আহমেদ পলাশ, বিপ্লব সাহা লবসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *