December 26, 2024
আঞ্চলিক

সবাই মিলে ভাবো, নতুন কিছু করো নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো

দাকোপ : “সবাই মিলে ভাবো, নতুন কিছু করো নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষ্যে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও বিভিন্ন এনজিও’র সহযোগীতায় গতকাল বুধবার বেলা ১১ টায় উপজেলা সদর চালনা পৌরসভার ডাকবাংলার মোড়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকার সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সমাবেশ অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সোহেল হোসেন, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল, উপজেলা মহিলা অধিদপ্তরের জাকারিয়া আল হেলাল, রূপান্তরের অপরাজিতা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী কুমারেশ বিশ্বাস, শিশু সুরক্ষা প্রকল্পের এসবিসিসি কর্মকর্তা বর্নানী দাশ গুপ্ত বাসন্তী। উপস্থিত ছিলেন বিভিন্ন জিও-এনজিও কর্মকর্তা এবং স্কুল-কলেজের ছাত্রী,নারী নেত্রী ও সুধীজন বৃন্দ।

পাইকগাছা : পাইকগাছা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে “সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো” “ শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ডাঃ মোঃ আব্দুল আউয়াল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, প্রভাষক লিলিমা খাতুন, লুৎফা ইসলাম, মাহবুবা নাজনীন ইরানী, সুলতানা জাহান, মেহেরা বানু, সুষ্মিতা সরকার, সোমা রায়, মলি­কা অধিকারী, আবু রাসেল কাগুজী, রঞ্জিতা রানী, আমেনা খাতুন, আসমা আক্তার, নারী কর্মী রিতা ঢালী, শিরিনা খাতুন, ফারহানা লাবনী, সুচরিতা মন্ডল ও মহিলা বিষয়ক দপ্তরের সিরাজুল ইসলাম।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *