January 20, 2025
বিজ্ঞপ্তিলেটেস্ট

সপ্তাহব্যাপী আয়োজনে উদযাপিত হলো এপেক্স ফাউন্ডার্স ডে

খবর বিজ্ঞপ্তি
এপেক্স এর প্রতিষ্ঠাতা সৈয়দ মনজুর এলাহি- এর ৭৯তম জন্মবার্ষিকীতে এপেক্স আয়োজন করে সপ্তাহব্যাপী নানা কর্মর্সূচি। তার ধারাবাহিকতায় গত ২০ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত কাস্টমারদের জন্য ছিল আকর্ষণীয় অনলাইন সেল এবং রিওয়ার্ডস মেম্বারদের জন্য বিশেষ অফার। সব থেকে বড় আকর্ষণ ছিল গত ২৬ সেপ্টেম্বর সকল পণ্যের উপর ফ্ল্যাট ২৬% ডিসকাউন্ট। কাস্টমারদের সুবিধার্তে দেশব্যাপী উদ্বোধন করা হয় নতুন ৫টি শো-রুম।
দিনটিকে আরও স্মরণীয় করে তুলতে সুবিধাবঞ্চিত স্কুল পড়ুয়া শিশুদের জন্য এপেক্স-এর পক্ষ থেকে অবিন্তা কবির ফাউন্ডেশন এবং টিচ ফর বাংলাদেশ এর হাতে তুলে দেয়া হয় ৬০০০ জোড়া জুতা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স ফুটওয়্যার লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার রাজন পিল্লাই, চিফ পিপল এন্ড কালচার অফিসার আরিফ শাহরিয়ার, চিফ অপারেটিং অফিসার সুদর্শন রেড্ডি, জেনারেল ম্যানেজার-ফাইন্যান্স এন্ড একাউন্টস মো. আলাউদ্দিন খান, জেনারেল ম্যানেজার-মার্কেটিং সাগনিক গুহ। এছাড়াও উপস্থিত ছিলেন অবিন্তা কবির ফাউন্ডেশন এবং টিচ ফর বাংলাদেশ এর সিনিয়র অফিসিয়াল।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *