January 19, 2025
আন্তর্জাতিক

সন্ধ্যায় ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেবলুত সাবুসোলু মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকায় আসছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেবলুত সাবুসোলু দু’দিনের সফরে ঢাকা আসছেন। সন্ধ্যায় ইন্দোনেশিয়া থেকে ঢাকায় আসছেন তিনি। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন। বুধবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া, ঢাকার তুরস্ক দূতাবাসের নতুন ভবন উদ্বোধন করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তিনি বৈঠক করবেন। তাছাড়া, তিনি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর আঙ্কারায় বাংলাদেশ মিশনে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করতে তুরস্ক সফর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *