January 19, 2025
বিনোদন জগৎ

সন্তান লুকাতে কোহলি-আনুশকার পথে হাঁটছেন সাইফ ও কারিনা

দিন কয়েক আগেই মেয়ে সন্তানের বাবা-মা হলেন তারকা জুটি কোহলি-আনুশকা। সুখবরটি প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে এই দুই তারকার ভক্ত-সহকর্মীদের অভিনন্দনে ভরে উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমর সাইটগুলো।

তবে এতো বড় একটি সুখবরের মাঝেও দারুণ এক দৃষ্টান্ত স্থাপন করেছেন তারকা এই দম্পতি। এখনো প্রকাশ করেননি তাদের মেয়ের ছবি।

শুধু তাই নয় হাসপাতালের সিকিউরিটিদেরকেও বলে রেখেছেন কোনো আত্মীয় আসলেও যেন ছবি তুলতে দেওয়া না হয়। মূলত সন্তানের গোপনীয়তা রক্ষা করার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা।

এবার শোনা যাচ্ছে কোহলি-আনুশকার সেই একই পথে হাঁটবেন বলিউডের আরেক তারকা জুটি সাইফ-কারিনা।

সম্প্রতি বলিউড হাঙ্গামা তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, কারিনা কাপুর খান এবং সাইফ আলি খানের দ্বিতীয় সন্তানের গোপনীয়তা নিশ্চিত করার জন্য এই দম্পতিও কঠোর ব্যবস্থা অনুসরণ করতে চান। দ্বিতীয় সন্তানকে ক্যামেরার সামনে আনতে চান না তারা।

একটি সূত্রের বরাতে তারা আরও জানায়, বলিউডে তারকাদের মধ্যে বর্তমানে বেশ আলোচিত কোহলি-আনুশকার গোপনীয়তা রক্ষার দারুণ এই উদ্যোগ। অনেকেই মনে করেছেন এ দম্পতির দেখানো পথে হাঁটবে বলিউডের অনেক তারকাই। সাইফিনা দম্পতি যেন তারই প্রমাণ দিতে যাচ্ছেন।

প্রসঙ্গত, গেল ১১ জানুয়ারি বিকেলে মুম্বাইতে কোহলিপত্নী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার কোলে জন্ম নেয় কন্যা শিশু।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *