সদস্য টিকিট বিতরণের লক্ষ্যে সদর থানার বর্ধিত সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
সেপ্টেম্বরের সম্মেলনের প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে সদস্য সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করতে বর্ধিত সভা করেছে সদর থানা আওয়ামী লীগ। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
সদর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলামের পরিচালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা শ্যামল সিংহ রায়, জামাল উদ্দিন বাচ্চু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, রফিকুর রহমান রিপন, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, অসীত বরণ বিশ্বাস, মঈনুল ইসলাম নাসির, চৌধুরী মিনহাজ উজ্জামান সজল, আব্দুল হাই পলাশ, শেখ মো. ফারুক হোসেন, ফয়েজুল ইসলাম টিটো, আতাউর রহমান শিকদার রাজু, শেখ এশারুল হক, মো. শিহাব উদ্দিন, কাজী নজরুল ইসলাম,মো. শামীমুজ্জামান, শফিকুর রহমান পলাশ, জিয়াউল ইসলাম মন্টু, একেএম শাজাহান কচি, সমীর কৃষ্ণ হীরা, কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না, কাউন্সিলর কনিকা সাহা, রফিকুল ইসলাম পিটু, রফিকুল ইসলাম বাবু, এনামুল কবীর, নজরুল ইসলাম, মো. রিয়াজ হোসেন, আব্দুল্লাহ আল মামুন, শাহজাহান অরুন, শরিফুল ইসলাম মুন্না, ইউসুফ আলী মন্টু সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় দ্রæততম সময়ের মধ্যে সম্মেলন করার জন্য ২৩নং ওয়ার্ডে ২ আগস্ট শিশু বিদ্যালয়, ২৪নং ওয়ার্ডে ২৮ জুলাই ওয়ার্ড কার্যালয়ে, ২৯নং ওয়ার্ডে ২৯ জুলাই কমিউনিটি সেন্টারে, ৩০নং ওয়ার্ডে ২৬ জুলাই ওয়ার্ড কার্যালয়ে, ৩১নং ওয়ার্ডে ৩০ জুলাই হাজী মালেক কলেজে সদস্যদের নামের তালিকা যাচাই বাছাই কার্যক্রমের জন্য সভা করার সিদ্ধান্ত হয়।