সদর থানা আ’লীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা শেখ লুৎফর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এবং ঢাকার বনানীতে এফ আর টাওয়ারে অগ্নিকান্ডে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করেছে খুলনা সদর থানা আওয়ামী লীগ। গতকাল সোমবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে এ্যাড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা শেখ হায়দার আলী, শ্যামল সিংহ রায়, জামাল উদ্দিন বাচ্চু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, জোবায়ের আহমেদ খান জবা, এ্যাড. অলোকা নন্দা দাস, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মো. জাহাঙ্গীর হোসেন খান, অসিত বরণ বিশ্বাস, শাহ মো. জাকিউর রহমান জাকির, শফিকুর রহমান পলাশ, ফেরদৌস হোসেন লাবু, আব্দুল হাই পলাশ, মঈনুল ইসলাম নাসির, আতাউর রহমান শিকদার রাজু, মো. শিহাব উদ্দিন, গোপাল চন্দ্র সাহা, এ্যাড. শামীম মোশাররফ, এস এম শামছুদ্দিন আহমেদ শ্যাম, সমীর কৃষ্ণ হীরা, মো. কামরুল ইসলাম, শেখ হারুন মানু, মো. রিয়াজ হোসেন, আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম খোকন, আব্দুর রহীম খান, মো. জাকির হোসেন, আব্দুল ওহাব, রমজান আলী, মনিরুল ইসলাম সোহাগ, আলিমুল জিয়া, আব্দুল জব্বার হীরা, মাহামুদুর রহমান রাজেস, তাছদিকুর রহমান জয় সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময়ে দোয়া পরিচালনা করেন, মাওলানা রফিকুল ইসলাম।