সদর ও সোনাডাঙ্গা থানা আ’লীগের বর্ধিত সভা : দুর্যোগ মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকার আহŸান
আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, দুর্যোগ এসেছে ৭নং বিপদ সংকেত নিয়ে। এ দুর্যোগ মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে। প্রশাসনের পাশাপাশি দলের নেতাকর্মীদেরও দুর্যোগ প্রবণ এলাকার মানুষের পাশে থাকতে হবে। কোন মানুষ যাতে কষ্ট না পায় সেজন্যে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
নেতৃবৃন্দ আরো বলেন, সম্মেলনের প্রস্তুতি এখনই নিতে স্ব স্ব ওয়ার্ডে সদস্য টিকিট বিতরণ করতে হবে। ১৮ মে খুলনা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। এই বর্ধিত সভার মধ্যদিয়েই সম্মেলনের যাত্রা শুরু হবে। অতিরিক্ত কোন টিকিট দেয়া হবে না। প্রত্যেক ওয়ার্ডে ইফতার মাহফিলের মধ্যদিয়ে দলকে শক্তিশালী করতে হবে। সে মোতাবেক প্রত্যেক ওয়ার্ডে ইফতার মাহফিল করতে হবে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সদর ও সোনাডাঙ্গা থানার বর্ধিত সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামে সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল।
সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশার পরিচালনায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা শেখ হায়দার আলী, মল্লিক আবিদ হোসেন কবীর, নুর ইসলাম বন্দ, আবুল কালাম আজাদ, আবুল কালাম আজাদ কামাল, এ্যাড. আইয়ুব আলী শেখ, জামাল উদ্দিন বাচ্চু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, এ্যাড. খন্দকার মজিবর রহমান, এ্যাড. অলোকা নন্দা দাস, অধ্যা. আলমগীর কবীর, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মো. জাহাঙ্গীর হোসেন খান, হাফেজ মো. শামীম, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, ফকির মো. সাইফুল ইসলাম, মাহবুবুল আলম বাবলু মোল্লা, মো. তারিকুল ইসলাম, কাজী জাহিদুল ইসলাম, কাউন্সিলর কাজী আবুল কালাম আজাদ বিকু, কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, কাউন্সিলর কনিকা সাহা, মঈনুল ইসলাম নাসির, ফেরদৌস হোসেন লাবু, চৌধুরী মিনহাজ উজ্জামান সজল, চ. ম. মুজিবর রহমান, আব্দুল হাই পলাশ, জাহিদুল হক, নুর ইসলাম, শেখ আবিদ উল্লাহ, শেখ আব্দুল আজিজ, গাজী মোশাররফ হোসেন, শেখ মো. রুহুল আমিন, ফয়েজুল ইসলাম টিটো, আতাউর রহমান শিকদার রাজু, মীর মো. লিটন, মো. এশারুল হক, মো. মোতালেব মিয়া, ইউফুস আলী খান, মো. শিহাব উদ্দিন, জাকির হোসেন হাওলাদার, এ্যাড. শামীম মোশাররফ, শফিকুর রহমান পলাশ, এস এম আসাদুজ্জামান রাসেল, এস এম আকিল উদ্দিন, জান্নাতুল ফেরদৌস পিকুল, রফিকুল ইসলাম পিটু, এ্যাড. কে এম ইকবাল, এ্যাড. এ কে এম শাজাহান কচি, এস এম শামছুদ্দিন আহমেদ শ্যাম, আব্দুল কুদ্দুস, সমীর কৃষ্ণ হীরা, এ্যাড. তারিক মাহমুদ তারা, আব্দুস সালাম ঢালী, রফিকুল ইসলাম পিটু, মো. মোক্তার হোসেন, মো. কামরুজ্জামান, আলিমুর রেজা লাবু, আযম খান, রফিকুল ইসলাম বাবু, এজাজ আহমেদ বাপ্পি, মো. রুহুল আমিন খান, মো. রিয়াজ হোসেন, নুর জাহান রুমি, পারভীন ইলিয়াছ, কবিতা আহমেদ, ফেরদৌসী আলম রিতা, শবনম মোস্তারি বকুল, এ্যাড. জেসমিন সুলতানা জলি, ওসি বেগম, কোহিনুর বেগম, নাসরিন সুলতানা, মাহমুদুর রহমান রাজেস সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় সোনাডাঙ্গা ও সদর থানার ইফতার মাহফিলের সময় নির্ধারণ করা হয়।