November 27, 2024
খেলাধুলা

সতীর্থকে ঘুষি দিয়ে লাল কার্ড পেলেন ব্রাজিলের ডিফেন্ডার

অদ্ভুত ঘটনার জন্ম দিলেন ব্রাজিলের ২৫ বছর বয়সী ডিফেন্ডার মার্কোস দস নসিমেন্তো টেক্সেইরা। নিজ দলের খেলোয়াড় কেরেম আকতুরকোহলুকে ঘুষি মেরে লাল কার্ড দেখেছেন মার্কাও নামে অধিক পরিচিত এ ডিফেন্ডার।

সোমবার রাতে গিরেসুনস্পোরের বিপক্ষে ম্যাচে এ কাণ্ড ঘটিয়েছেন গ্যালাতাসারাইয়ের হয়ে খেলতে নামা মার্কাও। ম্যাচের ৬১ মিনিটের সময় কেরেমকে ঘুষি মারার পাশাপাশি মাথা দিয়ে ঢুসও মেরেছেন এ ব্রাজিলিয়ান ডিফেন্ডার। পরে দলের অন্য খেলোয়াড়রা তাকে দূরে সরিয়ে নেয়।

ভিডিও অ্সিসট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নিয়ে এ ঘটনায় মার্কাওকে লাল কার্ড দেখিয়েছেন মাঠের রেফারি। ম্যাচটি অবশ্য ২-০ ব্যবধানে জিতে নিয়েছে গ্যালাতাসারাই।

তবে শুধু লাল কার্ডের শাস্তিতেই পার পেয়ে যাবেন না মার্কাও। তুর্কি লিগের নিয়মানুযায়ী এটিকে শারীরিক লাঞ্ছনা হিসেবে গণ্য করা হবে এবং ন্যূনতম ৫ থেকে সর্বোচ্চ ১০ ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন তিনি।

ম্যাচ শেষে দলের কোচ ফাতিহ তেরিম বলেছেন, ‘পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় যথাযথ পদক্ষেপ নেবে ক্লাব। নিজের ব্যবহারের জন্য কেরেম ও অন্য খেলোয়াড়দের কাছে ক্ষমা চাইবেন মার্কাও।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *