সকল সম্প্রদায়ের মানুষ নির্বিঘেœ উৎসব উদযাপন করছে : সালাম মুর্শেদী এমপি
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট ক্রীড়াবিদ আব্দুস সালাম মূর্শেদী
বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দেশে সকল সম্প্রদায়ের মানুষ
নির্বিঘেœ যার যার ধর্ম, যার যার উৎসব উদযাপন করছে। বর্তমান সরকারের
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সকল ধর্মাবলম্বীদের বিশেষ সুবিধা
প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করেছে।
তিনি বলেন, সম্প্রতি দেশের সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ দুর্গা পূজা
উৎসব উদযাপনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিñিদ্র নিরাপত্তা
নিশ্চিতসহ আর্থিক অনুদান প্রদান করে উৎসব মুখর পরিবেশে পূজা পার্বন
উদযাপনের সুযোগ সৃষ্টি করেছে। শুধু তাই নয় সনাতন ধর্মাবলম্বীদের
জানমালের নিরাপত্তা নিশ্চিতসহ তাদের ভাগ্যের উন্নয়নে নানামুখি পদক্ষেপ
গ্রহণ ও বাস্তবায়ন করছে।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলা সদরে মডেল মসজিদ এর ভিত্তি প্রস্তর
স্থাপন শেষে এবং বিকেল ৩টায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সরকারি ও নিজস্ব
তহবিল হতে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা
বলেন।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি খান নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল
ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান
মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) দিপংকর
দাস, থানার অফিসার ইনচার্জ মানষ রঞ্জন দাস, অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম,
কেন্দ্রিয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক শেখ মোঃ আবু হানিফ,
উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এম এ রেজা বাচা ও মমতাজ শিরিণ ময়না,
জেলা আওয়ামী লীগ নেতা এস এম গোলাম রহমান,স ম শফিকুর রিয়াজ
জানু,এস এম ফরহাদ হোসেন, তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এফ
এম অহিদুজ্জামান, ইউপি চেয়ারম্যান যথাক্রমে গাজী জাকির হোসেন, গাজী
জিয়াউর রহমান ও ফিরোজ মোল্লা, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার।
অনুষ্ঠান শেষে দিঘলিয়া উপজেলার ৫৯টি পূজা মন্দিরের সভাপতি ও সম্পাদকদের
মাঝে সরকারি ও নিজস্ব অনুদান বিতরণ করেন। এর আগে তিনি উপজেলা মডেল
মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি সকালে উপজেলা এম এ মজিদ মডেল
মাধ্যমিক বিদ্যালয় মাঠে হেলিকপ্টার যোগে অবতরণ করার পর বিদ্যালয়ের শিক্ষক,
শিক্ষার্থী রাজনীতিক, গণমান্য ব্যক্তি এবং জনসাধারণের সাথে শুভেচ্ছা
বিনিময় করেন।