January 21, 2025
আঞ্চলিক

সংসদ সদস্য সেখ জুয়েল এর পক্ষে সিটি মেয়রের শীতবস্ত্র বিতরণ

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গতকাল রবিবার নগরীর সদর থানাভুক্ত ওয়ার্ডসমূহে খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল-এর পক্ষ থেকে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। সিটি মেয়র নগরীর ৩১, ৩০, ২১, ২৩ ও ২৭নং ওয়ার্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পৃথক পৃথকভাবে এ শীতবস্ত্র বিতরণ করেন।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আইনজীবী সমিতি এবং সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম, কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, মো: শামসুজ্জামান মিয়া স্বপন, আওয়ামী লীগ নেতা এ্যাড. রজব আলী, এ্যাড. তারিক মাহমুদ তারা, অসিত বরণ বিশ্বাস, জিয়াউল ইসলাম মঞ্জু, নজরুল ইসলাম, এ্যাড. ফারুক হোসেন, মোঃ শিহাব উদ্দিন, জামিরুল হুদা জহর, এমরানুল হক বাবু, চৌধুরী মিনহাজ উজ জামান সজল, ফায়েজুল ইসলাম টিটো, ফেরদৌস হোসেন লাবু, মো: হায়দার আলী, মো: আবুল হোসেনসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *