January 20, 2025
করোনাজাতীয়

সংসদ সদস্য দবিরুল করোনায় আক্রান্ত

ঠাকুরগাঁও দুই আসনের সংসদ সদস্য আলহাজ দবিরুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন।

রোববার (২৩ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মাহফুজুর রহমান সরকার।

সংসদ সদস্য দবিরুল ইসলামসহ ঠাকুরগাঁও জেলায় নতুন করে আরও ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানান তিনি।

সিভিল সার্জন জানান, ২১ আগস্ট ঠাকুরগাঁও-২ আসনের এমপি আলহাজ দবিরুল ইসলামের নমুনা সংগ্রহের পর পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে পাঠানো হয়। রোববার তার ফলাফল পজিটিভ আসে।

এছাড়া ঠাকুরগাঁও জেলায় নতুন করে এমপি ছাড়া আরো ১৬ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ৩ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ৭ জন, পীরগঞ্জ উপজেলায় ৩ জন, রাণীশংকৈল উপজেলায় ২ জন, হরিপুর উপজেলায় ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

ঠাকুরগাঁও জেলায় এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা ৮১০ জন, যাদের মধ্যে ৪৩৬ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। আর মারা গেছে ১৪ জন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *