সংসদ সদস্য ও আ’লীগ নেতৃবৃন্দের নামযজ্ঞ পরিদর্শন ও মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
শীতলাবাড়িতে নামযজ্ঞ অনুষ্ঠান পরিদর্শন ও পূজা পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল ও সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। গতকাল বুধবার রাত ৮টায় শীতলাবাড়িতে নেতৃবৃন্দ পরিদর্শন ও মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, মো. শাহাজাদা, মো. তারিকুল আলম খান, অসিত বরণ বিশ্বাস, ফেরদৌস হোসেন লাবু, সফিকুর রহমান পলাশ, শেখ শাহাজালাল হোসেন সুজন, এস এম আসাদুজ্জামান রাসেল, এস এম হাফিজুর রহমান হাফিজ, কাজী কামাল হোসেন, দুলু, অভিজিৎ চক্রবর্তী দেবু, পূজা পরিষদ নেতা সুজিত সাহা সহ পূজা পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।