সংসদ ভেঙ্গে নতুন নির্বাচনের তফসিল ঘোষণা করুন : মঞ্জু
খুলনায় বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
অবিলম্বে জাতীয় সংসদ ভেঙ্গে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনী তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু। ৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবসে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার হরণের প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তৃতায় তিনি এ দাবি জানান।
গতকাল সোমবার বেলা সাড়ে ১১ টায় নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে সংগঠনের নগর ও জেলা শাখার যৌথ উদ্যোগে কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি পালিত হয়।
সভা থেকে প্রতিহিংসার মামলার রায়ে কারাবন্দী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সারা দেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সকল মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনা, সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, মনিরুজ্জামান মন্টু, খায়রুল ইসলাম জনি, মোল্লা মোশারফ হোসেন মফিজ, রেহানা আক্তার, মাহবুব হাসান পিয়ারু, মুজিবর রহমান, হেলাল আহমেদ সুমন, মোল্লা কবির হোসেন, জুলকার নাইন প্রমুখ। আসাদুজ্জামান মুরাদের পরিচালনায় সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল মান্নান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শাহজালাল বাবলু, শেখ আব্দুর রশিদ, মোল্লা খায়রুল ইসলাম, ডাঃ আব্দুল মজিদ, আব্দুর রকিব মল্লিক, সাইফুর রহমান মিন্টু, সিরাজুল হক নান্নু, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, কামরুজ্জামান টুকু, আশরাফুল আলম নান্নু, মেহেদী হাসান দীপু, মহিবুজ্জামান কচি, শাহিনুল ইসলাম পাখী, ইকবাল হোসেন খোকন, শামসুল আলম পিন্টু, সাদিকুর রহমান সবুজ, এহতেশামুল হক শাওন, শেখ সাদী, আনিসুর রহমান, ইশতিয়াকউদ্দিন লাভলু, শরীফ মোজাম্মেল হোসেন, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, মুর্শিদ কামাল, হাসানুর রশিদ মিরাজ, একরামুল হক হেলাল, আব্দুল আজিজ সুমন, শামসুজ্জামান চঞ্চল, কামরান হাসান, নাজমুস সাকিব পিন্টু, সুলতান মাহমুদ, শেখ সরোয়ার হোসেন, কামরুল ইসলাম, জাফরী নেওয়াজ চন্দন, শাহাদাত হোসেন ডাবলু, হাফেজ আবুল বাশার, নাজিরউদ্দিন আহমেদ নান্নু, খন্দকার ফারুক হোসেন, সেলিম সরদার, হাফিজুর রহমান মনি, হাসানউল্লাহ বুলবুল, বদরুল আনাম, আবুল কালাম শিকদার প্রমুখ।
এর আগে নগরীর বিভিন্ন ওয়ার্ড ও থানা এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল সমাবেশে যোগ দেয়। সকালে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন।