সংসদ বসছে ২৪ এপ্রিল
দক্ষিণাঞ্চল ডেস্ক
একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে ২৪ এপ্রিল। ওই দিন বিকাল ৫টায় অধিবেশন শুরু হবে। গতকাল বুধবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহŸান করেন বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে।
গত ১১ মার্চ শেষ হয় সংসদের প্রথম অধিবেশন। গত ৩০ জানুয়ারি এই অধিবেশনের মধ্যে দিয়ে যাত্রা শুরু করে একাদশ সংসদ। অধিবেশন শুরুর দিন নিয়ম অনুযায়ী সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংবিধানের নিয়ম অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরের অধিবেশন বসতে হবে। শুরু হতে এই অধিবেশনের পরবর্তী অধিবেশনে নতুন অর্থবছরের বাজেট পেশ করা হবে।