সংসদে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল পাস হওয়ায় খুলনায় আনন্দ মিছিল
খবর বিজ্ঞপ্তি
খুলনায় প্রতিষ্ঠা হবে দেশের পঞ্চম মেডিকেল বিশ^বিদ্যালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে খুলনায় এই মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে জাতীয় সংসদ। এদিকে বিশ্ববিদ্যালয়ের জন্য জাতীয় সংসদে আইনের খসড়ায় অনুমোদন দেওয়ায় আনন্দ মিছিল করেছে খুলনা মহানগর আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ। আনন্দ মিছিল শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ বলেন, খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় হলে খুলনাঞ্চলের চিকিৎসা সেবায় এক উজ্জল দৃষ্টান্ত তৈরী হবে। খুলনার সাধারণ জনগণ আর উন্নত চিকিৎসার জন্য রাজধানীর দিতে তাকিয়ে থাকতে হবে না। এছাড়া খুলনার ছেলে মেয়েরা চিকিৎসা বিজ্ঞানের প্রতি আরো মনোযোগী হবে। ভবিষ্যতে খুলনাসহ সারাদেশের ছেলে মেয়েরা এখান থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ বিদেশে চিকিৎসা সেবায় অংশ নিবে।
সমাবেশে নগর আওয়ামী যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশের সভাপতিত্বে ও নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন নগর যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, কামরুল ইসলাম, আব্দুল কাদের শেখ, শওকত হোসেন, অভিজিৎ চত্রবর্তী দেবু, তাজুল ইসলাম, ইলিয়াস হোসেন লাবু, বাদল সিপাহী, হাসান শেখ, জামিল আহমেদ সোহাগ, ছাত্রলীগ নেতা রনবীর বাড়ৈ সজল, এখতিয়ার মোল্লা, জব্বার আলী হিরা, জহির আব্বাস, ইয়াসিন আলী, রুবায়েত ইসলাম জুয়েল, মেহেদী হাসান মান্না, দিদারুল আলম, এস এম ইমাজ উদ্দিন রিপন, মাহামুদুল ইসলাম সুজন, শেখ সাকিব, কামরুজ্জামান ইমরান, সোহান হোসেন শাওন, তায়েজুল ইসলাম তাজ, রনি রায়, ইবনুল হাসান, মাহামুদুর রহমান রাজেশ, আব্দুল কাদির সৈকত, তরিকুল ইসলাম তুফান, ওসমান গাজী অপু, বায়েজিদ সিনা, আহনাফ অর্পন, জোয়েব সিদ্দিকী, সাগর মিত্র চিন্ময়, সাইফুল ইসলাম, মশিউর রহমান বাদশা, শংকর কুন্ডু, মেহেদী হাসান সজীব, সৈকত দাশ, মো: গালিব হোসেন, শাহরিয়ান নেওয়াজ রাব্বি, মহিউদ্দিন হাওলাদার জনি, অভিজিৎ সরকার রাহুল, ওমর কামাল, সফিকুল ইসলাম মুন্না, মুক্তাজুল ইসলাম সোহাগ, মহাদেব গাইন, জনি বসু, নিশাত ফেরদৌস অনি, রুমান আহমেদ, আতিকুর রহমান সাব্বির, পিয়াল হাসান, হাসান শেখ, রাকিব আহম্মেদ রাব্বি, রায়হান শিকদার, তানভীর ইসলাম সাব্বির সহ ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ