সংরক্ষণ বিষয়ে আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি),আইআরভি, বেডস্, হিউম্যানিটি ওয়াচ, মাসাস, ছায়াবৃক্ষসহ কয়েকটি সংগঠনের যৌথ উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ দূষণ-রোধ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক এক আলোচনা সভা নগরীর বেডস্ সভা কক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।
সভাপত্বি করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. সরদার শফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন বেলা’র খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী কৃষকলীগের কেন্দ্রিয় সদস্য শ্যামল সিংহ রায়। বক্তব্য রাখেন মাসাস এর নির্বাহী পরিচালক শামীমা সুলতানা শিলু, আইআরভি’র সমন্বয়কারী কাজী জাভেদ খালিদ পাশা জয়, মেরিনা পারভীন জুথি, সিডিপি’র খুলনা বিভাগীয় সমন্বয়কারী এসএম ইকবাল হোসেন বিপ্লব, বেডস্’র নির্বাহী পরিচালক মাকসুদুর রহমান মিলন, হিউম্যানিটি ওয়াচ’র সাধারন সম্পাদক শরিফুল ইসলাম সেলিম,,ছায়াবৃক্ষের নির্বাহী পরিচালক মাহবুব আলম বাদশা, খুলনা উন্নয়ন পরিষদেও চেয়ারম্যান প্রভাষক এসএম সোহেল ইসহাক, শারি’র প্রকল্প পরিচালক বিষ্ণুপদ দাস, এসএমএ রহিম, কামরুল ইসলাম কাজল, মাহমুদা আক্তার লিজা, উপকূল উন্নয়ন ভাবনার মো: সাইফুল ইসলাম, বেদৌরা আফরোজ, শান্তুনু কুমার দাস প্রমুখ।