November 25, 2024
জাতীয়

সংবাদ প্রকাশের জেরে দুই হাজার কোটি টাকার মানহানির মামলা

‘নোমান গ্রুপ গিলেছে ব্যাংক’ এই শিরোনামে সংবাদ প্রকাশ করায় দৈনিক সকালের সময়ের সম্পাদক নূর হাকিম ও প্রতিবেদক সাজেদা হকের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে নোমান গ্রুপের পক্ষে ব্যারিস্টার এনায়েত বাতেন রাসেল মামলাটি দায়ের করেন। আদালত মামলা আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারি করেছেন।

পরে আদালত থেকে বেরিয়ে ব্যারিস্টার এনায়েত বাতেন রাসেল বলেন, দৈনিক সকালের সময়ে প্রকাশিত সংবাদ ভিত্তিহীন। এতে নোমান গ্রুপের ২০০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। এজন্য আমরা মানহানির মামলা করেছি। দণ্ডবিধির ৫০০ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

আইনজীবী বলেন, গত ৪ নভেম্বর দৈনিক সকালের সময়ে প্রকাশিত ‘নোমান গ্রুপ গিলেছে ব্যাংক’ শিরোনামে সংবাদের কারণে কোম্পানির অপূরণীয় ক্ষতি হয়েছে। নোমান গ্রুপ টেক্সটাইল ও গার্মেন্টস সেক্টরে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ, প্রতি বছর রফতানি খাত থেকে ১.২ বিলিয়ন ডলার আয় করে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। সকালের সময়ে প্রকাশিত ভিত্তিহীন প্রতিবেদনের কারণে দেশে-বিদেশে নোমান গ্রুপের মানহানি হয়েছে এবং আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে ক্রয়াদেশ কমে আসছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *