সংক্ষিপ্ত সিলেবাসে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছুদের সমস্যা হবে না: শিক্ষামন্ত্রী
এসএসসি ও এইচএসসি পরীক্ষার মতো সংক্ষিপ্ত সিলেবাসে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিলে শিক্ষার্থীদের ‘কোনো সমস্যা হবে না’ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
এবিষয়ে এখনও কোনো কিছু ঠিক না হলেও রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, “বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হবে, তাদের পরীক্ষা রয়েছে, এক্ষেত্রে একটা প্রশ্ন উঠেছে- তারা এইচএসসি দিল সংক্ষিপ্ত সিলেবাসে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কোন সিলেবাসে হবে।
“যতদূর আমার সঙ্গে কথা হয়েছে, সকলেই প্রায় একমত যে সংক্ষিপ্ত সিলেবাসের উপরেই পরীক্ষাটা হতে হবে। সাধারণ জ্ঞানের প্রশ্ন ভিন্ন, সেটা যে কোনো কিছু থেকে হতে পারে। দেখা যাক, আশা করি কোনো সমস্যা হবে না শিক্ষার্থীদের।”
করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে এবার সংক্ষিপ্ত সিলেবাসে গ্রুপভিত্তিক তিনটি নৈর্বচনিক বিষয়ে ছয়টি পত্রের পরীক্ষা দিতে হয় এইচএসসি পরীক্ষার্থীদের।
সংক্ষিপ্ত সিলেবাসে পড়ানোর কারণে শিক্ষার্থীদের ঘাটতি এক শিক্ষাবর্ষে পূরণ হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, “আমরা চেষ্টা করব, যতদূর পারি।”
সংক্রমণের হার আবার বাড়তে শুরু করায় নতুন বছরের শুরুতে মহামারী পরিস্থিতির অবনতির শংকা প্রকাশ করে দীপু মনি বলেন, “যদি খারাপ হয়, খুব বড় চ্যালেঞ্জ হবে। কারণ ঘাটতি পুষিয়ে ওঠার সময় পাওয়া যাবে না।
“আরেকটা হল নতুন কারিকুলাম বাস্তবায়নে গিয়ে এ করোনা যেন বাধা হয়ে না দাঁড়ায়। সে জন্য করোনাটাই বড় চ্যালেঞ্জ।”