ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে ঐক্যবদ্ধ হতে হবে : বাবুল রানা
খানজাহান আলী থানা আওয়ামী লীগের বর্ধিত সভা
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, জিয়ার নেতৃত্বে বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে পাকিস্তানী রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করেছিলো। খুনীরা ভেবেছিলো এদেশের আর স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পতাকা উড়বে না। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা বিনির্মানে ১৯৮১ সালে দেশে ফিরে জাতির কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করেন। তাঁর আগমনকেও ষড়যন্ত্রকারীরা ভালোভাবে মেনে নিতে পারে নি। তারা শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করেছে। আল্লাহ্ পাকের অশেষ কৃপায় তিনি বেঁচে গিয়ে আজ বাংলাদেশের মানুষকে উন্নত বিশ্বের মর্যাদা দিতে সচেষ্ট হয়েছেন।
তিনি আরো বলেন, ষড়যন্ত্রকারীরা থেমে নেই, ওদেরকে চিহ্নিত করতে হবে। ওরা বাংলাদেশের মানুষের এই উন্নয়নকে মেনে নিতে না পেরে এখনও নানা কৌশলে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ওই সকল ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
রবিবার বাদ মাগরিব শোকাহত আগস্ট মাস উপলক্ষে খানজাহান আলী থানা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানা আওয়ামী লীগ সভাপতি শেখ আবিদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগ সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ।
থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম আনিছুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা শেখ শাহাবুদ্দিন আহমেদ, আব্দুল হামিদ সরদার, ইউসুফ আলী খলিফা, মনিরুজ্জামান মুকুল, শেখ আব্দুল হক, সৈয়দ কিসমত আলী, সুরুজ্জামান হানিফ, সাকিল আহমেদ, জাকারিয়া রিপন, সেলিম রেজা, মুনির শিকদার, জলিল হাওলাদার, মুকুন্দ বিহারী, এস এম কামাল আহমেদ, বাবুল আহমেদ, লিয়াকত আলী মুন্সিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় শোকাবহ আগস্টে স্বাস্থ্য বিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়