শ্রীলঙ্কা সফরে যাবে কতজন, সংখ্যা চূড়ান্ত
অবশেষে বুধবার বোর্ড থেকে জানানো হয়েছে, আগামী ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। একই সাথে হাই পারফরমেন্স ইউনিটও যাবে শ্রীলঙ্কায়।
এর মধ্যে হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি) বহর কত জনের হবে? ইউনিট চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয় সেটা জাগো নিউজকে জানিয়ে দিয়েছেন। দুর্জয়ের দেয়া তথ্য অনুযায়ী, ২৪ জনের এইচপি বহর যাবে শ্রীলঙ্কা। তারাও দিন ১৫ অনুশীলন করবে। আবার লঙ্কান হাই পারফরমেন্স ইউনিটের সাথে সিরিজেও অংশ নিবে।
তবে টাইগাররা কত জন শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলতে যাবেন? ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি। শুধু বলেছেন, আগামী ১৪ সেপ্টেম্বরের ভিতরে অনুশীলন শুরু করা হবে। আর ২৩ সেপ্টেম্বর জাতীয় দল যাবে কলম্বো।
রাতটুকু পার হতেই আজ বৃহস্পবিার সকালে জানা গেল, কত জনের বহর যাচ্ছে শ্রীলঙ্কায়? প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বৃহস্পতিবার সকালে জানিয়ে দিলেন, ‘আমরা ২০ জনের দল পাঠাবো শ্রীলঙ্কায়।’
এই ২০ জন কি টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য? নান্নুর জবাব, ‘আমরা এখনো জানি না টি-টোয়েন্টি সিরিজ হবে কি না? কাজেই আমরা তিন টেস্টের হিসেব মাথায় রেখেই খেলোয়াড় নির্বাচন করবো। যেহেতু তিনটি টেস্ট এবং অনেকদিন শ্রীলঙ্কায় থাকার ব্যাপার আছে, তাই আমরা সব ভেবে চিন্তেই ২০ জনের দল নির্বাচন করবো। খুব স্বাভাবিকভাবেই লম্বা সময়ের সফরে কিছু ব্যাকআপ পারফরমার প্রয়োজন। তাই আমরা স্কোয়াডটা কুড়ি জনের রাখতে চাচ্ছি।’
প্রধান নির্বাচক আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাহলো, আগামী ১০ থেকে ১৪ সেপ্টেস্বরের মধ্যে যে অনুশীলন শুরুর কথা বলা হয়েছে, সেখানেও ওই ২০ জনই থাকবেন। আর বাড়তি কাউকে ডাকা হবে না। মানের যাদের করোনা ক্যাম্পে ডাকা হবে, তারাই শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলতে যাবেন।
সেই ২০ জনের খেলোয়াড় তালিকা কবে দেয়া হবে? জানতে চাইলে নান্নুর জবাব, ‘এখনো অনেক দেরি আছে। প্রায় এক মাস। এত তড়িঘড়ির কিছু নেই। আমরা অনুশীলন শুরুর কয়েক দিন আগেই খেলোয়াড় তালিকা জমা দিয়ে দেব। আর সামনের দিনগুলোয় নির্বাচকরা বসে হেড কোচ ও কোচিং স্টাফদের সাথে আলাপ আলোচনা করে তারপর ক্রিকেটার নির্বাচনের কাজ সেরে ফেলবো।’