November 16, 2024
আন্তর্জাতিক

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন মাহিন্দা রাজাপাকসে

দক্ষিণাঞ্চল ডেস্ক

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন প্রাক্তন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে। গতকাল বুধবার এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। নতুন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বড় ভাই মাহিন্দা রাজাপাকসে।

এক দশক আগে তামিলদের সঙ্গে গৃহযুদ্ধ অবসানের কৃতিত্ব দেওয়া হয় তাকে। ওই সময় প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন ছোট ভাই গোটাবায়া। তামিল বিচ্ছিন্নতাবাদীদের যেভাবে দমন করা হয়েছিল সেজন্যে তিনিও বেশ বিতর্কিত।

সরকারের মুখপাত্র বিজয়ানন্দ হেরাত জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে রনিল বিক্রমাসিংহে পদত্যাগ করার পর প্রধানমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন মাহিন্দা রাজাপাকসে।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আগামী এপ্রিলে পার্লামেন্ট নির্বাচন হতে পারে বলে আশা করা হচ্ছে। এর আগ পর্যন্ত সরকার পরিচালনার জন্য অন্তর্বর্তী মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করতে যাচ্ছেন প্রেসিডেন্ট গোটাবায়া।

গত শনিবার শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রাক্তন প্রেসিডেন্ট রানা সিংহ প্রেমাদাসার ছেলে সাজিথ প্রেমাদাসাকে বিপুল ভোটে পরাজিত করেন গোটাবায়া।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *