শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গায় নিহত ৬, আহত ৫২
শ্রীলঙ্কার একটি কারাগারে দাঙ্গায় কারারক্ষীদের সঙ্গে বন্দিদের সংঘর্ষে অন্তত ৬ জন নিহত এবং ৫২ জন আহত হয়েছেন।
বিবিসি জানিয়েছে, শ্রীলঙ্কার কারাগারগুলোতে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে।
এ কারণে আতঙ্কিত বন্দিরা নিরাপত্তা ও জামিনে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ করেন।
এ সময় কারারক্ষীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারারক্ষীরা গুলি করে।
পুলিশের মুখপাত্র অজিত রোহানা বলেন, মাহারা কারাগারে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারারক্ষীরা ‘বল প্রয়োগ করেছেন। ’ আহতদের স্থানীয় রাগামা হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
শ্রীলঙ্কার বিভিন্ন কারাগারে অন্তত এক হাজার বন্দির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। কারাগারগুলোতে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি বন্দি রয়েছে। ফলে বন্দিরা আরও বেশি সুযোগ-সুবিধার জন্য বিক্ষোভ করছেন।