শ্রীলঙ্কার আসার দিনক্ষণ চূড়ান্ত, প্রকাশ হলো সূচি
আগেই জানা ছিল দুই ম্যাচের টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজে আবার দেখা হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার। সব কিছু ঠিক থাকলে ঈদের ঠিক দু’দিন পর আগামী ১৬ মে চলে ঢাকায় এসে পৌঁছাবেন লঙ্কান ক্রিকেটাররা।
বাংলাদেশের সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দিনক্ষণ এবং ভেন্যুও চূড়ান্ত। আগামী ২৩ মে শুরু ওয়ানডে সিরিজ। পরের খেলা দুটি হবে যথাক্রমে ২৫ ও ২৮ মে। সব গুলো খেলা অনুষ্ঠিত হবে ঢাকার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
তার আগে ১৬ মে রাজধানীতে পৌঁছে তিনদিন কোয়ারেন্টাইনে থাকার পর ১৯ মে বিসিবি একাডেমি মাঠে অনুশীলন শুরু করবে লঙ্কানরা।
২১ মে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে তারা। খেলাটি হবে বিকেএসপি মাঠে।