January 18, 2025
খেলাধুলা

শ্রীলঙ্কাকে উড়িয়ে শুরু বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দলের

ক্রীড়া ডেস্ক

প্রথম মিনিটেই দেখা মিলল কাঙ্ক্ষিত গোলের। দ্বিতীয়ার্ধে আরও দুটি। শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ শুরু করল বাংলাদেশ। নেপালের কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে শনিবার ‘বি’ গ্র“পে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-০ গোলে হারায় বাংলাদেশ।

প্রথম মিনিটের আক্রমণ থেকে এগিয়ে যায় বাংলাদেশ। সতীর্থের কর্নারে তানবির হোসেনের হেড দূরের পোস্টে লেগে জালে জড়ায়। দ্বিতীয়ার্ধের শুরুতে আমির হাকিম বাপ্পীর জোরালো শট ফিস্ট করে ফিরিয়ে ব্যবধান দ্বিগুণ হতে দেননি শ্রীলঙ্কার গোলরক্ষক। ৭০তম মিনিটে গোলরক্ষক শান্ত কুমার রায়ের দৃঢ়তায় বেঁচে যায় বাংলাদেশও।

৭৫তম মিনিটে কর্নারের পর ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে ব্যবধান দ্বিগুণ করেন ফাহিম মোর্শেদ। ১০ মিনিট পর ফয়সাল আহমেদ ফাহিম বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে ব্যবধান আরও বাড়ালে জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।

সাফের এই বয়সভিত্তিক প্রতিযোগিতায় জয়ে শুরুর ধারা ধরে রাখল বাংলাদেশ। ২০১৫ সালের প্রথম আসরে ভুটানকে ২-১ গোলে হারানো দল ২০১৭ সালে ভারতকে ৪-৩ ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছিল। আগামী সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে গতবার রানার্সআপ হওয়া বাংলাদেশ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *