শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী আজ
শশাংক স্বর্ণকার
আজ শুভ জন্মাষ্টমী। মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। হিন্দুধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে মামা কংসের কারাগারে নররূপে আবির্ভূত হয়েছিলেন। যুগে যুগে পৃথিবীতে যখন অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন বেড়েছে, তখনই বিভিন্ন অবতার রূপে পৃথিবীতে ভগবান আবির্ভূত হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর ও জেলা শাখার তত্ত্বাবধানে আর্য্য ধর্মসভা মন্দির প্রাঙ্গনে শ্রীশ্রীগীতাযজ্ঞ ও প্রার্থনার মধ্য দিয়ে খুলনা মহানগরসহ সকল মন্দিরে মন্দিরে স্বাস্থ্য বিধি মেনে জন্মাষ্টমী পালন করা হবে। রাত ১২টা ১ মিনিটে শ্রীকৃষ্ণ পূজা।
ধর্মীয় আলোচনা প্রযোজনা করবেন সত্যনারায়ন মন্দির, খুলনা, এসকন মন্দির, গল্লামারী, টুটপাড়া গাছতলা মন্দির, শীতলাবাড়ীর শীতলা মন্দির, শীব মন্দির, আনন্দ আশ্রম সংঘ, তীর্থ লোক সংঘ, কয়লাঘাট কালীবাড়ি মন্দির, শিববাড়ির শিব মন্দির, ৭নং ঘাট শিব মন্দির ও বাগমারা গোবিন্দ মন্দির-এর ভক্তবৃন্দ। এছাড়াও বটিয়াঘাটা, সাচিবুনিয়া, পাবলা, খালিশপুর, আজুগড়া, আড়ংঘাটা ও বয়রায় অনুরূপ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ