শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানকে ফুলবাড়ীগেটে ব্যাপক গণসংবর্ধনা প্রদান
খানজাহান আলী থানা প্রতিনিধি
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপিকে গতকাল রাতে ফুলবাড়ীগেটে ৪নং ফুলতলা ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ব্যাপোক গণসংবর্ধনা দেওয়া হয়। খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান লিংকনের সভাপতিত্বে এবং থানা যবলীগের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান রুপম ও অলিয়ার রহমান রাজুর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে ফুলতলা ইউনিয়ন পরিষদের পক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ আলমগীর হোসেন, ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির দপ্তর সম্পাদক মাসুম শেখ, বিশিষ্ট ব্যবসায়ী আরিফ হোসেনসহ ইউনিয়ন এবং বাজার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করে।
খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, শাহজাহান সিকদার, থানা যুবলীগ. ২.৩৩.৩৪.৩৫ ও ৩৬নং ওয়ার্ড যুবলীগ, ফুলবাড়ীগেট আলিয়া মাদ্রাসার পক্ষে অধ্যক্ষ মাওঃ নাসির উদ্দিন, জাতীয় শ্রমিকলীগের পক্ষে আলহাজ্জ শেখ আনছার আলী, খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবকলীগের পক্ষে থানা আহবায়ক অধ্যাপক গাজী মোফাজ্জেল হোসেন, যুগ্ন আহবায়ক মোঃ ইসমাইল হোসেন ইমন, ২নং ওয়ার্ড সভাপতি শ্রমিক নেতা মীর ইমরান হোসেন, ৩৩নং ওয়ার্ড সভাপতি শেখ আব্দুল কুদ্দুস, মীর রবিউল, শেখ ইমরান, শেখ আবু দাউদ, রফিকুল, হিরোজ সরদার, শেখ মাহাবুব, মুন্সি শামিম, মোঃ রাজিব, মোঃ হানিফ, গাজী মামুন, মোঃ নির্ঝর, ইয়াসির আরাফাত মামুন, আমিনুল ইসলাম, সেলিম, নুরুজ্জামান, আঃ রহমান, আরিফুল ইসলাম আরিফ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, তাঁতীলীগ, বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড, খানাবাড়ী যুব সংঘের পক্ষে সভাপতি আবু হেনা বাবলু, সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান লিটন, শফিউদ্দিন শফি। এছাড়াও গণসংবর্ধণা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান।