শ্রম প্রতিমন্ত্রী খুলনা মহিলা কলেজের পিঠা উৎসবে যোগদান
তথ্য বিবরণী
বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে খুলনা সরকারি মহিলা কলেজের উদ্যোগে দিনব্যাপী গতকাল শনিবার কলেজ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এবং পুলিশ সুপার এসএম শফিউল্লাহ। খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর টিএম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত জানান কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক খান আহমেদুল কবীর চাইনিজ। বক্তব্য রাখেন পিঠা উৎসব উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর মোঃ শাহ জালাল। দিনব্যাপী এ পিঠা উৎসবে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।