শ্রম প্রতিমন্ত্রী খুলনা আসছেন আজ
তথ্য বিবরণী
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান চার দিনের সফরে আজ শুক্রবার সকালে খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ঐদিন রাত আটটায় নিজ বাসভবনে দর্শনার্থীদের সাথে সাক্ষাৎ করবেন।
তিনি ১১ মে দুপুর ১২টায় খুলনার দৌলতপুর সরকারি বিএল কলেজ আন্ত:বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে, বিকাল পাঁচটায় দৌলতপুর থানা আওয়ামী লীগের নতুন কমিটির পরিচিত সভা এবং ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগদান এবং রাত আটটায় নিজ বাসভবনে দর্শনার্থীদের সাথে সাক্ষাৎ করবেন।
প্রতিমন্ত্রী ১২ মে সকাল ১০টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান, সকাল ১১টায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণের স্থান সরেজমিন পরিদর্শন এবং সাত আটটায় নিজ বাসভবনে সাধারণ মানুষের সাথে সাক্ষাৎ করবেন। প্রতিমন্ত্রী ১৩ মে সকালে ঢাকার উদ্দেশে খুলনা ত্যাগ করবেন।