December 25, 2024
আঞ্চলিক

শ্রম প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় মহানগর ছাত্রলীগের বিবৃতি

 

খবর বিজ্ঞপ্তি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য বেগম মন্নুজান সুফিয়ান এমপি, প্রখ্যত শ্রমিক নেতা মরহুম শেখ শহিদুল হক এর স্ত্রী ও খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন এর মাতা রিজিয়া বেগম, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ছাত্রনেতা ফেরদৌস হোসেন লাবু এবং ২৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ আবিদ আল হাসান এর পিতা মোঃ এরশাদ আলীর সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছে খুলনা মহানগর ছাত্রলীগ।

গতকাল খুলনা মহানগর ছাত্রলীগের এক বিবৃতিতে উল্লেখিত ব্যক্তিদের সুস্থতা কামনা করা হয়েছে। উল্লেখ্য যে বেগম মুন্নুজান সুফিয়ান এমপি গত ১৭ই জুলাই ঢাকায় নিজস্ব ফ্লাটের বাথরুমে পড়ে পায়ের রগে ব্যাথা পান ঢাকা স্ক্যায়ার হাসপাতালে চিকিৎসা নেন এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শে বর্তমানে ভারতে অবস্থান করছে। রিজিয়া বেগম দীর্ঘ দিন বিভিন্ন শারীরিক জটিল রোগে ভুগছিলেন, তিনি দীর্ঘ দিন যাবৎ খুলনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহন করেন এবং আরও উন্নত চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শে বর্তমানে তিনিও ভারতে অবস্থান করছে। ফেরদৌস হোসেন লাবু হটাৎ পাকস্থলি অসুস্থতা জনিত কারনে অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আবিদ আল হাসান এর পিতা মোঃ এরশাদ আলী বার্ধক্যজনিত কারনে বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে খুলনা  ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

খুলনা মহানগর ছাত্রলীগ নেতৃবৃন্দ পৃথক পৃথক ভাবে সকলের আশু সুস্থতা কামনা করেছে এবং তারা যেন দ্রæত সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারে সেই কামনাও করা হয়েছে। সাথে সাথে সকলের নিকট তাদের জন্য দোয়া প্রার্থনা করেছে।

বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল। ২৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ আবিদ আল হাসান এর পিতা মোঃ এরশাদ আলীর সুস্থতা কামনা করে অনুরুপ বিবৃতি দিয়েছে ২৯নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি আব্দুল কাদির সৈকত।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *