শ্রম প্রতিমন্ত্রীর সাথে শিল্পাঞ্চল সাংবাদিকদের সাক্ষাত
খবর বিজ্ঞপ্তি
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি’র সাথে খুলনা শিল্পাঞ্চল সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করেছেন। গতকাল মঙ্গলবার সকালে প্রতিমন্ত্রীর ন্যামভবনস্থ বাসভবনে নেতৃবৃন্দ এ সাক্ষাত করেন। সাংবাদিক ক্লাবের পক্ষথেকে নবনিযুক্ত প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপিকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা সাংবাদিক ক্লাবের আহবায়ক ও এশিয়ান টিভির বিভাগীয় প্রধান বাবুল আকতার, জিটিভি ও দৈনিক প্রবাহের ষ্টাফ রিপোর্টার শেখ লিয়াকত হোসেন, আর টিভির খুলনা প্রতিনিধি এস এম মনিরুজ্জামান, আনন্দ টিভি ও জন্মভূমির রিপোর্টার আমজাদ আলী লিটন, টাইম টিভির খুলনা প্রতিনিধি এম এ কবির মুন্সী, এশিয়ান টিভির ক্যামেরা পার্সন শংকর কুমার বিষ্ণু। জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোটারদের যে প্রতিশ্রুতি দিয়ে ছিলেন, তা পর্যাক্রমে পূরণ করবেন বলে জানান শ্রম প্রতিমন্ত্রী। এছাড়া বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের নিজ নিজ দায়িত্ব পালন করার আহবানও জানান বেগম মন্নুজান সুফিয়ান।