শ্রম প্রতিমন্ত্রীর খুলনার সফরসূচি
তথ্য বিবরণী
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান চার দিনের সফরে আজ ১২ এপ্রিল সকালে খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ঐদিন বিকেল তিনটায় খালিশপুর স্যাটেলাইট মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
তিনি ১৩ এপ্রিল বিকেল সাড়ে চারটায় রোটারী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান এবং রাত আটটায় খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে যোগদান করবেন।
প্রতিমন্ত্রী ১৪ এপ্রিল সকাল নয়টায় দৌলতপুর মহসীন গার্লস কলেজের পহেলা বৈশাখের র্যালিতে, বিকেল পাঁচটায় মুজগুন্নী ইউনাইটেড ক্লাবের আয়োজনে বৈশাখী মেলায় প্রধান অতিথি হিসেবে যোগদান এবং রাত আটটায় জেনারেশন-২ এর আয়োজনে বৈশাখী মেলায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। তিনি ১৫ এপ্রিল সকালে ঢাকার উদ্দেশে খুলনা ত্যাগ করবেন।