শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী খুলনায়
তথ্য বিবরণী
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান চার দিনের সফরে গতকাল বৃহস্পতিবার রাতে খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ১৫ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেল তিনটায় এডিএএমএস, রেলিগেট, দৌলতপুর, খুলনায় মসজিদের ইমাম, স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষক, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ও সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করবেন।
তিনি ১৬ ফেব্রুয়ারি (শনিবার) ১১টায় শিরোমণিস্থ মিলিটারি কলেজিয়েট স্কুল পরিদর্শন এবং বেলা আড়াইটায় শ্রম অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত অসুস্থ শ্রমিকদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
প্রতিমন্ত্রী ১৭ ফেব্রুয়ারি (রবিবার) সকাল ১১টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। ঐদিন সন্ধ্যায় প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশে খুলনা ত্যাগ করবেন।