শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীকে সংবর্ধনা
তথ্য বিবরণী
বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ)’র উদ্যোগে গতকাল শনিবার রাতে খুলনার দৌলতপুরস্থ বিজেএ ভবনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান-কে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ)’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সিনিয়র ভাইস চেয়ারম্যান আরজু রহমান ভূঁইয়া, বিজেএ’র ভাইস চেয়ারম্যান মোঃ কুতুব উদ্দিন, বিজেএ’র সাবেক চেয়ারম্যান মোঃ মাফুজুল হক, শেখ আব্দুল মান্নান, কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ আব্দুস সোবাহান শরীফ ও শেখ দাউদ হায়দার প্রমূখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রীকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান।