শ্রমিক লীগ নেতার হাত কেটে বিচ্ছিন্ন করে দিল সন্ত্রাসীরা
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি জুয়েল প্যাদাকে (৩৫) কুপিয়ে হাত কেটে নিয়েছে সন্ত্রাসীরা।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব রজপাড়ায় ওই নেতার বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।
জুয়েল টিয়াখালী ইউনিয়নের পূর্ব টিয়াখালী গ্রামের ফারুক প্যাদার ছেলে।
জুয়েলের ভাইয়ের ছেলে তুহিন প্যাদা জানান, একই এলাকার বশির চৌকিদার, শিপন চৌকিদার, সাহেল হাওলাদারসহ ৪-৫ জন সন্ত্রাসী জুয়েলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে হাত কেটে চলে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শেবাচিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কী কারণে তার উপর হামলা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, জুয়েল একাধিক মামলার আসামি। ইতোপূর্বে র্যাবের হাতে অস্ত্রসহ গ্রেফতার হয়েছিল সে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় থানায় কোনো মামলা কিংবা অভিযাগ দেয়া হয়নি।