শ্রমিকদের বাড়িভাড়া বিবেচনায় আহ্বান বাণিজ্যমন্ত্রীর
রপ্তানিমুখী শিল্প খাতের শ্রমিকদের বাড়িভাড়া সহানুভুতির সাথে বিবেচনার জন্য বাড়ি মালিকদের প্রতি আহবান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
করোনাভাইরাস সঙ্কটের মধ্যে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাণিজ্যমন্ত্রী এ আহবান জানান।
টিপু মুনশি বলেন,“বিশ্বব্যাপী করোনাভাইরাজনিত সঙ্কটের ফলে বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পখাত সমস্যার সম্মুখীন হয়েছে। এ সকল শিল্পের শ্রমিকরা সমস্যায় পড়েছেন। এ অবস্থায় শ্রমিক ভাই-বোনদের সমস্যার কথা চিন্তা করে বাড়িভাড়া সহানুভূতির সাথে বিবেচনার জন্য বাড়ি মালিকদের প্রতি অনুরোধ করছি।
“আমরা সহানুভূতিশীল হলে খেটে খাওয়া শ্রমিক ভাই-বোনরা কিছুটা স্বস্তিতে বর্তমান সঙ্কট উত্তরণে সক্ষম হবেন এবং আগামীতে রপ্তানি খাতে বেশি অবদান রাখবেন বলে আমি বিশ্বাস করি।”
দেশে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় ২৬ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি চলছে। প্রথমে ৪ এপ্রিল পর্যন্ত ছুটির ঘোষণা দেওয়া হলেও তা ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়ে সড়ক, নৌ, আকাশ পথে সব ধরনের যোগাযোগ বন্ধ রেখে সবাইকে বাড়িতে থাকতে বলা হয়েছে।