January 22, 2025
আঞ্চলিক

শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ : শেখ হারুনুর রশীদ

খবর বিজ্ঞপ্তি

খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, বর্তমান সরকার শ্রম বান্ধব সরকার হিসেবে প্রতিষ্ঠিত। মৎস্য খামারসহ সরকারি-বেসরকারি খাতের শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী সকল সুযোগ-সুবিধা ও অধিকার প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার জন্য আহবান জানান তিনি।

গতকাল বুধবার সকাল ৯টায় খুলনা প্রেস ক্লাবের হুমায়ন কবির বালু মিলানায়তনে অনুষ্ঠিত ‘বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৩ এবং ২০১৮) বাস্তবায়ন, মৎস্য খামারে শ্রম অধিকার এবং দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মৎস্য অধিদপ্তর খুলনার সহযোগিতায়, বাণিজ্য মন্ত্রণালয়ের ফিসারী প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল (এফপিবিপিসি)’র অর্থায়নে ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ (ফোয়াব) এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে সভাপতিত্ব করেন ফোয়াব সভাপতি মোল্লা সামছুর রহমান শাহীন। বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের পরিচালক (অব.) বীর মুক্তিযোদ্ধা ড. নিত্যনন্দ দাস, খুলনা জেলা মৎস্য কর্মকর্তা মো. আবু ছাইদ, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ ও বিভাগীয় শ্রম আদালত খুলনার সদস্য শেখ আলাউদ্দিন আল আজাদ মিলন, ফোয়াবের উপদেষ্টা, আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ও মুহাম্মদ আলম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র টেশনিক্যাল এডভাইজার মৎস্য বিজ্ঞানী মন্মথনাথ সরকার। বক্তৃতা করেন সাসটেইনেবল মেরীন ফিশারিজ প্রকল্পের সহকারী পরিচালক সরোজ কুমার মিস্ত্রী ও এফপিবিপিসি’র প্রোগ্রাম অফিসার পলাশ কুমার ঘোষ ও খুলনা জেলা পরিষদের সদস্য জয়ন্তী রাণি সরদার।

উন্মুক্ত আলোচনায় অংশ নেন ফোয়াব নেতা শেখ সাকিল হোসেন, শেখ রাজু আহমেদ, ইফতেষার হাসান বাপ্পি, বুলু রানি মন্ডল,সঞ্চিতা রায়, কর্ণজিৎ রায় (বাপ্পি), নিরুপমা গোলদার, কবিতা, রুনা খাতুন, জুলফাত উল্লাহ আগা, মনোয়ারা বেগম, তপক মন্ডল (তপু), মো. সোহরাব সানা প্রমূখ। সেমিনারে খুলনার বিভিন্ন সরকারি-বেসরকারি পর্যায়ের প্রতিনিধি এবং মৎস্য খামারি ও মৎস্য শ্রমিকসহ ৮০জন অংশ গ্রহণ করেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *