শ্রমজীবী মানুষের মাঝে জেলা যুব ইউনিয়নের মাস্ক বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা জেলা শাখার পক্ষ থেকে গতকাল বুধবার বেলা ১২টায় করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে শ্রমজীবী মানুষের মাঝে কে এন-৯৫ মানের মাস্ক বিতরণ করা হয়। মাস্ক বিতরণ করেন যুব ইউনিয়নের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ বাবুল হাওলাদার। এ সময়ে উপস্থিত ছিলেনÑসাবেক যুব ইউনিয়ন ও সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, সরকার ভূষণ চন্দ্র তরুন, ডাঃ গৌরাঙ্গ সমাদ্দার, যুব ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি নিত্যানন্দ ঢালী, সাধারণ সম্পাদক জয়ন্ত মুখার্জী, যুব নেতা সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, হাফিজুর রহমান প্রমুখ।
এ সময়ে নেতৃবৃন্দ বলেন, করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধির অংশ হিসেবে মাস্ক ব্যবহার অতীব জরুরী। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিহত করতে হলে যথাযথভাবে সর্বস্তরের জনগণকে স্বাস্থ্যবিধি মানতে উদ্বুদ্ধ করতেই বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা জেলা শাখা এ প্রচেষ্টায় উদ্যোগী হয়েছে।