November 28, 2024
আঞ্চলিক

শ্যামনগরে ফেশাখালী খাস খালে অবৈধভাবে বাঁধ নির্মাণ

 

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগরের আটুলিয়ার ফেশাখালীর খাস খালে অবৈধভাবে বাঁধ নির্মান করে পানি চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে মৎস্য ঘের মালিকগন। স্থানীয়রা জানান, মৎস্য ঘের ও ধান চাষের কয়েক হাজার বিঘা জমির পানি সরবরাহের একমাত্র পথ ফেশাখালী খাল। অথচ পানির প্রবাহমান রুদ্ধ করায় অনেক ঘের মালিক ও কৃষকরা পড়েছে বিপাকে। যার ফলে কৃষি ফসল ও মৎস্য ঘেরের ব্যাপক ক্ষতির সম্মুখিন হচ্ছে। যুগ যুগ ধরে ফেশাখালী খাল হতে এলাকায় পানি সরবরাহ হয়ে আসছে। বাঁধ থাকলে আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হবে। বন্যায় মৎস্য ঘের ও কৃষি ফসল সহ এলাকায় পানি সরবরাহ না হলে অপূরনীয় ক্ষতি হবে।

তারা আরও জানায়, গত ৭ জুলাই একই এলাকার মৎস্য ঘের মালিক মিজান, শাহজাহান, মাছুম, মারুফ ও নান্টু সংঘবদ্ধ হয়ে ফেসাখালী সরকারী খাস খালে আড়াআড়ি ভাবে বাঁধ দিয়ে পানি চলাচল বন্ধ রেখেছে। এ ব্যাপারে আটুলিয়া ইউনিয়ন ভূমি তহশিলদার মোশারফ হোসেন জানান, অবৈধভাবে বাঁধ নির্মান করার খবর পেয়েছি, তদন্ত পূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *