শ্যামনগরে নকশীকাঁথার লবণ সহনশীল ধান বীজ বিতরণ
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
গতকাল সোমবার বিকালে শ্যামনগর উপজেলায় নকশীকাঁথা মহিলা সংগঠনের আয়োজনে নিজস্ব কার্যালয়ে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা সাতক্ষীরার সহযোগিতায় দুঃস্থ কৃষাণীদের মধ্যে বিনামূল্য লবণসহনশীল ধান বীজ বিতরণ ও প্রশিক্ষণ প্রদান করা হয়। অনুষ্ঠানে বিনা-৭ ও বিনা-১০ এর ধান বীজ বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি। নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জীর সভাপতিত্বে ধান বীজ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান, বিনা সাতক্ষীরার সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মাফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষাণী রাশিদা আক্তার, মেহেরুণনেছা বেগম, ফিরোজা বেগম প্রমুখ। নকিপুর, হায়বাতপুর, কাঁচড়াহাটি, চন্ডিপুরসহ অন্যান্য এলাকার একশত কৃষাণীর মধ্যে লবনসহনশীল ধান বীজ বিতরণ করা হয় এবং এর পূর্বে প্রশিক্ষণ প্রদান করা হয়।