শ্যামনগরে জাতীয় আদিবাসী স্টিয়ারিং কমিটি গঠন
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
জাতীয় আদিবাসী বিষয়ক কোয়ালিশন সংসদীয় আসন অনুযায়ী সাতক্ষীরা ৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনের ৯ সদস্য বিশিষ্ট স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার নকিপুর সরকারি এইচসি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এনাম ফাউন্ডেশন এর পরিচালক এনামুল হক এর সভাপতিত্বে এক আলোচনা সভা শেষে সকলের সম্মতিতে ২ বৎসর মেয়াদী কমিটি গঠিত হয়।
কমিটির সদস্যরা হলেন-সভাপতি রীনা মুন্ডা, সহ-সভাপতি হেদায়েতুল ইসলাম, সাধারণ সম্পাদক শম্পা গোস্বামী, কোষাধ্যক্ষ এনামুল হক, নির্বাহী সদস্যরা হলেন- শেখ আব্দুল্যাহ, অষ্টমী মালো, রাজু কালিদাস, দীপন মাঝী ও কোকিলা মন্ডল। এ সময় বাংলাদেশ ভিশনের নির্বাহী পরিচালক অপরেশ পাল, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজ উপস্থিত ছিলেন।