December 21, 2024
আঞ্চলিক

শ্যামনগরের সাব রেজিস্ট্রার ঘুষের এক লাখ টাকাসহ গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি

ঘুষের এক লাখ টাকাসহ সাতক্ষীরার শ্যামনগরের সাব রেজিস্ট্রার পার্থ প্রতীম মুর্খাজী (৩২) কে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইতিপূর্বে এই দুর্নীতিবাজ র্কমর্কতার বিরুদ্ধে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশতি হয়েছিল। সেই সুত্র ধরে দুদকের একটি টিম আগে থেকে তাকে গোয়ন্দো নজর দারীতে রেখেছিল। সোমবার রাতে সাতক্ষীরা শহরের রাজারবাগানস্থ ভাড়া বাসা (ডা: সাজ্জাদুর রহমানরে বাড়ী) থেকে তাকে গ্রেফতার করে দুদক। তিনি খুলনা জেলার ডুমুরয়িা উপজলোর কালিকাপুর গ্রামরে বিকাশ মুখার্জীর ছেলে।

দুদক জানায়, সাব রেজিস্ট্রার র্পাথ প্রতীম দেববহাটা উপজেলার দায়িত্বে ছিলেন এর সাথে তিনি শ্যামনগরের অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন। স¤প্রতি সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গোলাম রেজা ১ একর ২শতক জমি ক্রয় করনে। উক্ত জমির রেজিস্ট্রি করে দেওয়ার জন্য তার ভাগ্নে শফিকুল ইসলামের নিকট সাব রেজিস্ট্রার এক লাখ টাকা দাবি করনে। তার দাবিকৃত এই টাকা নিয়ে শফিকুল সোমবার সন্ধ্যায় সাব রেজিস্টার পার্থ প্রতীম মুখার্জীর শহরের ভাড়া বাড়িতে যান জমি কমিশন দলিলের মাধ্যমে রেজিস্ট্রি করার জন্য। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে দুদকের উপ-পরিচালক নাজমুল হাসানের নেতৃত্বে সহকারী পরচিালক তরুণ কান্তি ঘোষ, উপ-সহকারী পরচিালক নীল কমল পাল, ফয়সাল কাদের ও সহ পরর্দিশক শ্যামল চন্দ্র সেনসহ দুদকরে একটি টিম ওই বাড়েিত অভযিান চালিয়ে তাকে হাতে নাতে ঘুষের এক লাখ টাকাসহ গ্রেফতার করনে। এঘটনায় দুদকের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *