April 23, 2025
করোনাজাতীয়

শ্বাসকষ্ট নিয়ে সিএমএইচে ভর্তি এমপি মোকাব্বির খান

শ্বাসকষ্ট নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গণফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মোকাব্বির খান।

সোমবার (১৫ জুন) হঠাৎ করে শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। বিকেল ৩টার দিকে চিকিৎসার জন্য তাকে সিএমএইচে ভর্তি করা হয় বলে খবরটি নিশ্চিত করেন গণফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া।

তিনি মোকাব্বির খানের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, একাদশ সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সিলেট-২ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন মোকাব্বির খান। নির্বাচনে কারচুপি হয়েছে উল্লেখ করে প্রথমদিকে ঐক্যফ্রন্ট সংসদে অংশ না নিলেও তিনিই ঐক্যফ্রন্টের প্রথম এমপি যে সংসদে শপথ নিয়েছিলেন। ২০১৯ সালে তিনি সংসদে শপথ নেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *