January 21, 2025
আঞ্চলিক

শোক ও শ্রদ্ধায় সাবেক এমপি কাজী ডালিমকে শেষ বিদায়

খবর বিজ্ঞপ্তি

শোকে বিহŸল নেতাকর্মী, অশ্রæসজল আত্মীয় পরিজন ও পরিবারের সদস্যবৃন্দ এবং শুভাকাঙ্খি-শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সেকেন্দার আলী ডালিম। গতকাল বুধবার খুলনায় পৃথক তিনটি জানাজা শেষে তাকে খালিশপুরস্থ গোয়ালখালি কবরস্থানে দাফন করা হয়েছে। বিকেল ৩টায় নগরীর শহীদ হাদিস পার্কে খুলনার প্রথম, খালিশপুর প্রভাতী স্কুল মাঠে বাদ আসর দ্বিতীয় এবং বাদ মাগরিব বৈকালী মোড়ে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এছাড়া মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, খুলনায় বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক কাজী সেকেন্দার আলী ডালিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

ঘন কুয়াশার কারণে ফেরী চলাচলে বিঘœ ঘটায় মরহুম সেকেন্দার আলী ডালিমের মরদেহ খুলনায় পৌছতে বিলম্ব ঘটে। যে কারণে জোহর বাদ জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সম্ভব হয়নি। দুপুর ৩টার দিকে তাকে বহনকারী লাশবাহী এ্যাম্বুলেন্স হাদিস পার্কে এসে পৌছায়। এখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপির সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনা, মনিরুজ্জামান মনি এবং মরহুমের বড় ছেলে। জানাজা পড়ান মাওলানা আব্দুল মান্নান।

জানাজা শেষে আওয়ামী লীগ, মহানগর বিএনপি, জেলা বিএনপি, শ্রমিক দল, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স এ্যাব সহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে কফিনে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।

জানাজায় অন্যান্যের মধ্যে নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, নগর জামায়াতের আমীর মাওলানা আবুল কালাম আজাদ, বিজেপির নগর সভাপতি এ্যাড. লতিফুর রহমান লাবু, সাবেক এমপি আলহাজ মিজানুর রহমান মিজান, বিএনপি নেতা সাহারুজ্জামান মোর্ত্তজা, আমীর এজাজ খান, অধ্যাপক ডাঃ গাজী আব্দুল হক, সিনিয়র আইনজীবী এনায়েত আলী, ২০ দলীয় জোট নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন এ্যাড. শাহ আলম, সিরাজউদ্দিন সেন্টু, সোলাইমান মুন্সি, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির শেখ আশরাফ উজ জামান, আইনজীবী নেতা এ্যাড. গাজী আব্দুল বারী, এ্যাড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, এ্যাড. মঞ্জুরুল আলম, এ্যাড. নুরুল হাসান রুবা, এ্যাড. মোহাম্মদ ইউনুস, এ্যাড. মশিউর রহমান নান্নু, এ্যাড. গোলাম মাওলা, এ্যাড. মোল্লা মাসুম রশিদ, এ্যাড. এম এ আজিজ। পেশাজীবী নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের ডাঃ রফিকুল হক বাবলু, এ্যাসোসিয়শন অব ইঞ্জিনিয়ার্স এ্যাবের প্রফেসর ড. আফতাব হোসেন, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম জুয়েল, ইঞ্জিনিয়ার মোঃ কওসার আলী, সাংবাদিক নেতা শেখ দিদারুল আলম, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতা ড. নামজুস সাদাত শুভ, শিক্ষক নেতা অধ্যাপক মনিরুল হক বাবুল, অধ্যাপক শফিকুল ইসলাম, কাউন্সিলর শমসের আলী মিন্টু, শেখ হাফিজুর রহমান, শেখ গাউসুল আযম, হাফিজুর রহমান মনি, ব্যবসায়ী নেতা তরিকুল ইসলাম জহির, বিএনপি নেতাদের মধ্যে মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, মোল্লা আবুল কাশেম, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, স ম আব্দুর রহমান, শেখ জাহিদুল ইসলাম, শেখ ইকবাল হোসেন, শাহজালাল বাবলু, এ্যাড. ফজলে হালিম লিটন, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, মোল্লা খায়রুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু প্রমুখ অংশ নেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য কাজী সেকেন্দার আলী ডালিম (৭১) গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় চিকিৎসাধীন অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *