শোকের মাস আগস্ট
দ: প্রতিবেদক
শোকাবহ আগস্ট মাসের আজ ষষ্ঠ দিন। এই আগস্ট মাসটি বাঙ্গালি জাতির জীবনে শুধু শোকেরই নয় এটি একটি চরম অভিশপ্ত মাসও বটে। কেননাÑ এ মাসেই ঘটেছিল বাঙ্গালি জাতির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে বড় কলঙ্কজনক ঘটনাটি। ঘাতকদের হাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হয়েছেন। বিদেশে থাকায় সেদিন প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধু কন্যা ও আজকের জননেত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা। দেশে থাকলে তাদেরও যে জীবন দিতে হতো- এতে কোনই সন্দেহ নেই।
বঙ্গবন্ধু নিহত হওয়ার পর শেখ হাসিনা ও শেখ রেহানা অসহায়ের মত নির্বাসিত জীবন কাটান। অত:পর বাংলার মানুষের আহŸানে সাড়া দিয়ে ১৯৮১ সালের মে মাসে দেশে ফিরে শেখ হাসিনা বঙ্গবন্ধুর হাতে গড়া দল আওয়ামী লীগের হাল ধরেন। কিন্তু ষড়যন্ত্রকারীরা তার পিছু ছাড়ে না। এর পরও বার বার তাকে হত্যার চেষ্টা চলতে থাকে। সর্বশেষ ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনার এক সমাবেশে চলে আরেকটি নৃশংস হত্যাযজ্ঞ। মূলত শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যেই ঘাতকরা ওই সমাবেশে গ্রেনেড হামলা চালায়। কিন্তু গ্রেনেড লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি আবারো প্রাণে রক্ষা পান। তবে নিক্ষিপ্ত গ্রেনেড প্রাণ সংহার করে আওয়ামী লীগ নেত্রী বেগম আইভি রহমানসহ ২৪ জন নেতা-কর্মীর। তাই বর্ষ পরিক্রমায় আগস্ট এলেই সেই রক্তাক্ত স্মৃতিগুলো দেশবাসীর মানস পটে ভেসে ওঠে।