শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর এলাকায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় বশির আলী সর্দার (৫৩) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে ওই উপজেলার দুধসর কালভার্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বশির সর্দার শৈলকুপা উপজেলার দুধসর গ্রামের মকসেদ আলীর ছেলে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আয়ুবুর রহমান জানান, সকালে বশির ভ্যান যোগে তামাক নিয়ে ঝিনাইদহে যাচ্ছিলেন। পথে দুধসর কালভার্ট এলাকায় পৌঁছালে অজ্ঞাত যানবাহন তাকে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার।