শৈলকুপায় নালার পানিতে শিশুর মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় হেলাল (৪) নামে এক শিশু টিউবয়েলের নালার গর্তে ডুবে মারা গেছে। সে পৌর এলাকার ফাজিলপুর গ্রামের বেলাল হোসেনের পুত্র। গতকাল সোমবার সকাল ১০টার দিকে বাড়ির টিউবয়েল ধারে খেলা করছিল শিশু হেলাল। বাড়ির সবার অগোচরে টিউবয়েলের পশ্চাতে থাকা পানির গর্তে পড়ে ডুবে যায় শিশু হেলাল। খোঁজাখুজির এক পর্যায়ে তাকে নালার গর্ত থেকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। মর্মান্তিক এ মৃত্যুতে তাৎক্ষনিক ফাজিলপুর গ্রামে শোকের ছায়া নেমে আসে।