শৈলকুপায় কৃষক রতন হত্যার ঘটনায় ৬ দিনেও গ্রেফতার নেই
ঝিনাইদহ প্রতিনিধি
৬ দিন পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি প্রকাশ্যে কৃষক রতনকে কুপিয়ে হত্যার মুল আসামীরা। আসামী পক্ষের হুমকিতে নিরাপত্তা হীনতায় দিন কাটাচ্ছে নিহতের স্বজনরা। তারা অভিযোগ করেন, মামলা দায়েরের পরও আসামী গ্রেফতার না হওয়ায় চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে নিহতের পরিবার। শৈলকুপায় থানায় নিহতের পিতা রায়হান মন্ডল বাদী হয়ে ২৬ জনকে আসামী করে মামলা দায়েরের পর আসামীরা বিভিন্ন মাধ্যমে তাদের মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। এ ঘটনায় থানায় আলাদা দুটি সাধারণ ডায়েরী করেছেন তারা। আসামী পক্ষ প্রভাবশালী হওয়ায় গ্রেফতার করছে না পুলিশ বলে অভিযোগ তাদের।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদী বলেন, ঘটনার পর আসামীরা গাঁ ঢাকা দিয়েছে, মোবাইল টেকনোলজি ব্যবহার করে দ্রæতই তাদের গ্রেফতার করা হবে।
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শৈলকুপা উপজেলার বসন্তপুর গ্রামের কৃষক রতনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়।