November 27, 2024
করোনাজাতীয়লেটেস্ট

শেষ ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৭ জনই ঢাকার

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে মৃত্যুবরণকারী ৭ জনই ঢাকার বাসিন্দা বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রশসাশন) অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালীতে ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে নাসিমা সুলতানা এ কথা জানান।

তিনি বলেন, করোনায় শেষ ২৪ ঘণ্টায় মারায আওয়া ৭ জনই ঢাকার। তাদের মধ্যে ৫ জন পুরুষ, ২ জন নারী। সাতজনের মধ্যে ষাটোর্ধ্ব ৪ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের ২ জন এবং ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে ১ জন রয়েছেন।

নাসিমা সুলতানা আরও জানান, করোনায় মোট আক্রান্তের ৮৫.২৬ শতাংশই রাজধানী শহর ও ঢাকা বিভাগের বাসিন্দা। ঢাকা সিটির মধ্যেই মোট করোনা আক্রান্তের সর্বাধিক ৪৫.৫১ শতাংশের বাস। এর বাইরে ঢাকা বিভাগের সব জেলা মিলে আক্রান্ত ৩৯.৭৫ শতাংশ। রাজধানীর বাইরে ঢাকা বিভাগের মধ্যে সর্বাধিক আক্রান্ত নারায়ণগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ ও নরসিংদীতে।

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৪১৪ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ৪ হাজার ১৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছেন ১২৭ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৬ জন সেরে উঠেছেন। এ যাবৎ মোট সুস্থ হয়েছেন ১০৮ জন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *